নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে গত শুক্রবার রাতে র্দূবৃত্তরা কুপিয়ে রক্তাক্ত করে এ ঘটনায় গত সোমবার ঢাকা সিলেট মহাসড়কে নছরতপুরে ৪ঘন্টা রেলপথ সহ অবরোধ করে রাখে। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজউদ্দিন তাজের সাথে দীর্ঘদিন যাবৎ আওয়াল চেয়ারম্যানের বিরোধ চলে আসছিল। এ জের ধরেই তাজউদ্দিনের লোকজন আওয়াল চেয়ারম্যানের উপর হামলা চালায়। গতকাল সকাল ১০টায় শরিফাবাদ প্রাইমারী স্কুল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে মহাসড়ক ৪ ঘন্টা অবরোধ করে রাখে গ্রামবাসী সহ হাজার হাজার জনতা। খবর পেয়ে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন সহ উপজেলার নির্বাহী কর্মর্কতা আশফাকুর রহমান ঘটনাস্থলে আসেন। এবং চারদিনের ভিতরে তদন্ত করে প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টন্ত মূলক শাস্তি দিবেন গ্রাম বাসির কাছে প্রতিজ্ঞা করেন।পরে গ্রামবাসী অবরোধ তুলেনেয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ গাজীউর রহমান, আব্দুল হামিদ তালুকদার, আব্দুর রউফ, রাজিউড়ার বাবুল চেয়ারম্যান, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন, মুখলিছুর রহমান মুখলিছ, মুক্তার হোসেন, নূর মিয়া, মিনাজ মেম্বার, মধু মেম্বার, ফজল মেম্বার, ফজুল মেম্বার, মস্তু মিয়া, আব্দুল কাদির মেম্বার, তছকির মেম্বার, ফখরুল হামিদ, গাজীউর রহমান এমরান সহ হাজার হাজার জনতা। এঘটনা তদন্ত করতে শ্রীমঙ্গল র্যাব ৯ এর একটি প্রতিনিধি দল ও ঘটনাস্থল পরিদর্শন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj