আজজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ : বানিয়াচঙ্গ উপজেলা নোয়াগাঁও গ্রামে বিল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোর্শেদ মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের মৃত আকল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, মোর্শেদ মিয়ার চাচাত ভাই মুসা মিয়ার সাথে একই এলাকার আরজু মিয়া গংদের দীর্ঘদিন ধরে হাওরে বিল নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল।
এ নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশ অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, একে অপরের উপর পাল্টাপাল্টি মামলা বিচারাধীন আছে। এর জেরে গতকাল বুধবার বিকেলে মোর্শেদ মিয়া সিএনজি অটোরিক্সা যোগে হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।
পথিমধ্যে নয়া বাজার সড়কে একদল লোক যুবককে সিএনজি থেকে নামিয়ে অতর্কিত কুপিয়ে সারা শরীর ক্ষত-বিক্ষত করে।
এতে তার বাম হাতের কবজি কেটে ফেলে। তার শোর চিৎকার শুনে স্থানীয়রা লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান সোহাগ জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও শরীরে অসংখ্য আঘাত রয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিগিরিই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj