বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের রশিদ চা বাগান থেকে মদের পাট্টা বন্ধের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের বরাবরে আবেদন করেছে চা শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে সচেতন চা জনগোষ্টির ব্যানারে চা শ্রমিক, ছাত্র-ছাত্রী, যুবক ও চা শ্রমিক নেতাকর্মীরা মিলিতভাবে উক্ত আবেদন দাখিল করে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ বছর পূর্বে বৃটিশ শাসনামলে বাংলাদেশের চা বাগানগুলোতে মদের পাট্টা স্থাপন করেছিল বৃটিশরা। উদ্দেশ্যে ছিল চা শ্রমিক ও তাদের সন্তানরা দিন রাত মদ পান করে অন্ধকারে জীবন যাপন করবে। এতে চা শ্রমিকরা লেখাপড়াসহ সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা যাবে। সেই পরিকল্পনায় বৃটিশ শাসকরা তখন সফলও হয়েছিল। দীর্ঘদিন চা শ্রমিকদের নেশার জগতে ডুবিয়ে রেখে শাসন শোষনও করতে পেরেছে তারা। কিন্তু ভাগ্যের অদূর পরিবর্তন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশ থেকে মাদক নির্মূল করার স্বপ্ন দেখেন। তাঁর এ স্বপ্নকে আমরা ক্ষুদ্র নৃত্বাতীক চা জনগোষ্টি অভিবাদন জানাই। আমরা শেখ হাসিনার মাদক মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে রশিদপুর চা বাগানে মদের পাট্টা উত্তোলন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আবেদনে আরও বলা হয়েছে, আমরা স্বল্প আয়ের মানুষ। দৈনিক ৮৫ টাকা বেতনে কাজ করি। এ সামান্য টাকা দিয়ে বর্তমান বাজারে ২ কেজি ভাল চাল ক্রয়ের ভাগ্যই হয় না আমাদের। তার মধ্যে হাতের নাগালে মদের পাট্টা থাকায় অহরহ মদ পান করে চা শ্রমিক হচ্ছে ধ্বংস। মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরে নিয়মিতই বৌ-বাচ্চার সাথে করছে ঝগড়া। এতে ঐ পরিবারের সন্তানরা না খেয়ে দিনাতিপাত করছে। এতে না খেয়ে, না পড়ে নিয়মিত স্কুলেও যেতে পারছে না তারা। এমনকি সনাতন ধর্মের পূজা মন্ডপসহ বিভিন্ন অনুষ্ঠানে পদ পান করে দাঙ্গা-হাঙ্গামায় জড়াচ্ছেন চা শ্রমিকরা।
রশিদপুর চা বাগানের মদের পাট্টা ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের নাকের ডগায় অবস্থিত থাকায় চা বাগান শ্রমিক, শ্রমিকদের স্কুল পড়–য়া সন্তানরা ছাড়াও শহরের বেশ কিছু ছাত্র ও যুব সমাজ মদের বিষাক্ত ছোবলে ধ্বংস হচ্ছে। তাই মাদকের ধ্বংসাত্বক ছোবল থেকে চা শ্রমিক ও তাদের সন্তানদের রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj