মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মান্দারকান্দি নামক স্থানে রাস্তায় গাছ ফেলে সিএনজি অটোরিক্সা আটকীয়ে অে ̄¿র মুখে জিম্ম করে ডাকাতি!। নগদ সাড়ে ১৩ হাজার টাকা ও ২টি দামী মোবাইল ফোন লুটে নেয়িছে দৃবৃর্ত্তরা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একটি ছোরা সহ ২ব ̈৩িকে গ্রেফতার করে গতকাল শুμবার জেল হাজতে প্রেরন করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহ ̄úতিবার দিবাগত রাত অনুমান ২টার দিকে। পুলিশ ও ডাকাতির শিকার সিএনজি চালকরা জানান, নবীগঞ্জ- হবিগঞ্জ সড়কের কালিয়ারভা১⁄২া ইউনিয়নের মান্দারকান্দি নামক ন্থানে উল্লেখিত সময়ে একদল দূবৃর্ত্ত রাস্তায় গাছ ফেলে সিএনজি অটোরিক্সা হবিগঞ্জ থ (১১- ৪৯২৮) এর চালক সাইফুর রহমানকে আটক ও মারপিট করে একটি মোবাইল ফোন, নগদ ৫শত টাকা ও নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের সিএনজি স্ট ̈ান্ডের ম ̈ানাজার মু ̄—াফা আহমেদের হবিগঞ্জ থ (১১-১৭৩৮) সিএনজি অটোরিক্সা আটক ও মারপিট করে নগদ ১৩হাজার ও একটি মোবাইল ফোন লুটে নেয় ডাকাতেরা। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই আশিকুর রহমান এর নেত...ত্বে ওই এলাকার আশপাশ থেকে অভিযান চালিয়ে মাধবপুর থানার উত্তর ভরক গ্রামের আব্দুল আওয়ালের পুত্র এনামূল ইসলাম (২৩) ও নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র শিপু মিয়া (২৪)কে ধারালো একটি ছোরা সহ আটক করে। এদের গ্রেফতারের খবরে নবীগঞ্জ থানায় উপি ̄’ত হন, ডাকাতির শিকার সিএনজি চালক সাইফুর রহমান সহ সিএনজি শধমিক নেতারা। এসময় সাইফুর ধৃত ব ̈৩িরা ডাকাতির সাথে জড়িত রয়েছে বলে সনা৩ করে। ডাকাত সন্দেহে গ্রেফতারকৃত ২ ব ̈৩িকে গতকাল জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj