বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কাভার্ড ভ্যানে করে বেকার তরুণদের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকতার কার্যালয়ের উক্ত প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।
বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ-এর সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, হবিগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন।
ওরিয়েন্টেশন ক্লাসে অতিথিরা বলেন, বেকার তরুণদের ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে বিনা মূল্যে বাহুবলে ভ্রাম্যমাণ কার্ভার্ড ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের সহযোগিতায় মাসব্যাপী এই প্রশিক্ষণের আয়োজক যুব উন্নয়ন অধিদপ্তর।
বাহুবলের ৭টি ইউনিয়ন ৪০ জন বেকার ছেলেমেয়েকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। চারটি দলে আলাদাভাবে ১০ জনকে একসঙ্গে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর গ্রামের সালমা আক্তার নামের এক প্রশিক্ষণার্থী বলেন, ‘বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পেয়ে ভালো হলো। নিজের পায়ে দাঁড়াতে পারব।’ বাহুবল সদরের সোহান বলেন, ‘এই প্রশিক্ষণ নিয়ে আমাদের লাভ হবে।
উল্লেখ্য, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ঐক্লান্ত প্রচেষ্টায় হবিগঞ্জ জেলার একমাত্র বাহুবল উপজেলা হিসেবে উক্ত প্রশিক্ষণের অনুমোদন পায়। অনুমোদন প্রাপ্তির পর উপজেলা থেকে এইচএসসি পাশ যুবক ও এসএসসি পাশ যুবতীদেরকে বাছাই করে ৪০ জনকে মনোনীত করে বুধবার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj