আজিজুল ইসলাম সজীব : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত শিশু তিনদিন পর শেরপুর থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত সোমবার বিকেলে দেড় বছরের শিশু জিহানকে অপহরনের পর একদল পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরনকারীরা ।
আটককৃতরা অপহরণকারী : হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধনকুবরা এলাকার ফারুক ছেলে খলিল মিয়া, বরিশাল জেলার সদর থানার বিশারদ এলাকার লতিফ হাওলাদারের ছেলে সোহেল, শেরপুর সদর থানার হেলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও তার স্ত্রী সুমি বেগম।
মামলার বিবরণে জানা যায়, অপহরনের ঘটনায় জিহানের বাবা জাকির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। জিহানের বাবার অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, জাকির হোসেন উপজেলার বরপা বাগান বাড়ি এলাকায় দীর্ঘ দিন ধরে শরীফের বাড়িতে বসবাস করে আসছে। অপহরনকারী গত ৭ মাস আগে খলিল মিয়া একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। কয়েকদিন আগে খলিল মিয়া বরপা বাগান বাড়ি এলাকার তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে।
গত সোমবার বিকেলে অপহরনকারী খলিলসহ তার সহযোগীরা শিশু জিহানকে অপহরন করে নিয়ে যায়। পরিবারের লোকজন সকল স্থানে খুজাখুজির পরও শিশু জিহানের কোন সন্ধান পায় নি। জিহানের বাবা জাকির হোসেনের অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় একটি অপহরন মামলা হয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধার বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে এসআই জুবায়ের মৃধার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উক্ত পুলিশ সদস্যরা হবিগঞ্জ, সিলেট ও শেরপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ।
অবশেষে বৃহস্পতিবার সকালে আবার ফোন দিয়ে অপহরণকারীরা ফোন দিয়ে টাকা না পাওয়ার কারণে শিশু জিহাদকে হত্যার করে লাশ দিতেছি বলে ফোন কেটে দেয়। অবশেষে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং দেড় বছরের শিশু জিহানকে উদ্ধার করে সিলেটের শেরপুর থেকে উদ্ধার করে পুলিশ। এসময় ৪ অপহরনকারীদেরকেও আটক করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj