বাহুবল প্রতিনিধি ॥ পুলিশ ও জনতা এক কাতারে দাঁড়িয়ে কাজ করলে সমাজে ঘটতে থাকা বিশৃংখলা, দাঙ্গা-হাঙ্গামা, অতিরিক্ত হারে মাদকের চোবলসহ সকল প্রকার অপরাধ চিরতরে বন্ধ করা সম্ভব। পুলিশের একার পক্ষে এতো সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বাহুবল মডেল থানায় পরিদর্শনে আসলে এ কথাগুলো বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া, বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, নির্বাহী সদস্য এফ আর হারিছ, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আসকার আলী, ডিএনআই মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক আবুল ফজল, আওয়ামীলীগ নেতা আকবর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ আলাউদ্দিন ও সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ।
অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র আরও বলেন, পুলিশকে ভাল কাজ করতে হলে প্রতিনিয়ত মানুষের কাছাকাছি দৌড়াতে হবে। নিজের কাজ দ্বারা মানুষের মন জয় করে নিতে হবে। এছাড়াও তিনি বলেন, আমি হবিগঞ্জ পুলিশ সুপার থাকাবস্থায় এ জেলার অপরাধ প্রবনতা কমাতে নানামূখী প্রদক্ষেপ হাতে নিয়েছিলাম। স্ব-উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাচ্ছাদেরকে অপরাধে না জড়ানোর জন্য পরামর্শ প্রদান করেছি। এতে অনেকটা সফলতাও পেয়েছিলাম। এ জন্য এ জেলার মানুষ আমাকে মন থেকে ভালবাসে।
আমি মনে করি পুলিশের পোশাক পড়ে যতটা মানুষের সেবা করা যায় ততটা সেবা আর কোন পেশা দ্বারা করা সম্ভব নয়। আমি এ জেলায় কর্মরত থাকাবস্থায় বিনা পয়সায় কনস্টেবল নিয়োগ দিয়েছি। আমি খোঁজে খোঁজে যোগ্যতা সম্পন্নদের পুলিশে নিয়োগ দেয়ার চেষ্টা করেছি। তাছাড়া এ জেলায় মারামারি, মদ-গাঁজা, হিরোইন, ইয়াবা ও জুয়া বন্ধে দিন রাত কাজ করেছি। যার ফলসরূপ এ জেলার অপরাধ প্রবনতা অনেকাংশে হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি বাহুবল মডেল থানায় এসে পৌছলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া ও বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে বাহুবল মডেল থানা পুলিশ অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj