হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আবারো ডাকাতি কয়েক দিন আগের ডাকাতির আতঙ্ক জনমন থেকে ভয় এখনো যায়নি। এরই মধ্যে আবার দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এবার রাস্তা বা হাওরে নয় এখন সরাসরি বাড়িতেই হানা। বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চৌধুরীপাড়াস্থ প্রয়াত শিক্ষক আশিষ কান্তির বাড়িতে বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা বারান্দার গ্রিলের তালা ও মেইন ঘরের দরজার সিটকারি ভেঙ্গে ঘরে ঢুকে একে একে সবাইকে হাত-মুখ বেঁধে ফেলে।
কিন্তু পাশের অন্য রুমে ঘুমিয়ে থাকে থাকা অবনিশ কান্তি ভট্রাচার্য্যকে ধাঁরালো অস্ত্র দিয়ে আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয় ডাকাতরা। তখন তাকে বাচাতে আসলে অবনিশ বাবুর স্ত্রীকেও পিটিয়ে জখম করে তারা।
পরে ঘরে রক্ষিত তিনটা স্টিলের আলমিরা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ,নগদ ২ লাখ টাকা ও ৯টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল।
এদিকে আশিষ কান্তি ভট্রাচার্য্যরে ছেলে পার্থ সারথী ভট্রাচার্য্য জানান কোন কিছু বুঝে উঠার আগেই ৭/৮জন মুখোশ পরিহিত ডাকাত ঘরে ঢুকেই আমাদের পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে। ভাঙ্গতে শুরু করে সব আলমিরাসহ ড্রেসিংটেবিল। প্রায় আধা ঘন্টা তান্ডব চালায় ডাকাতরা।
ডাকাতির খবর পেয়ে রাতেই বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান,৪নং ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সেক্রেটারি কাজল চ্যাটার্জি,পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত ফুয়াদ উল্লাহ খানসহ ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে কয়েকদিনের ব্যবধানের ডাকাতি সংগঠিত হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার জন্য জোরদাবি জানিয়েছেন ডাকাতির ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা।
এ বিষয়ে বানিয়াচং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,আমরা সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি। দ্রুত ঘটনায় জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj