সৌদিআরব প্রতিনিধি : চলতি বছর হজ করতে গিয়ে একজন বাংলাদেশি মারা গেছেন। সোমবার পবিত্র মক্কা আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত হাজির নাম মোহাম্মদ আমীর হোসেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার পাসপোর্ট নাম্বার- বি আর ০৯৪৭১৩১।
মোহাম্মদ আমীর হোসেন গত ১৫ জুলাই রোববার সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। তিনি আল কুতুব হজ ট্রাভেলস (হজ লাইসেন্স নাম্বার- ০৬৭১) এর মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। তার পিলগ্রিম আইডি (পিআইডি) নাম্বার- ০৬৭১০৯৯।
এর আগে গত ১৪ জুলাই শনিবার সকাল ১১টা ২০ মিনিটে ৪১৯ জন হাজিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ফ্লাইট জেদ্দা পৌঁছায়। হাজিগণ জেদ্দায় আসার পর গত চারদিন পবিত্র মক্কায় ছিলেন। তবে আজ মঙ্গলবার প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনার ৮২২ জন হাজি পবিত্র মদিনা জিয়ারতে এসেছেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে আসবেন। মদিনাস্থ মৌসুমি হজ অফিসার ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমীন উল্লাহ নূরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ পর্যন্ত মোট ১৪ হাজার চারজন হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৭৭৮ জন হজযাত্রী পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত আগত ফ্লাইটের সংখ্যা ৩৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২২টি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj