চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগেঞ্জর জেলার বিভিন্ন জায়গার প্রায় ৪শ’ হজ্জযাত্রীদের নিয়ে ‘খোয়াই এয়ার ট্রাভেলসের’ উদ্যোগে হজ্জ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ নাজমা কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে শায়েস্তাগঞ্জ কামিল মাদরসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও কর্মশালা পরিচালনা করেন-জহুর চান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি। পবিত্র কোরআন থেকে তেলেআত করেন ক্বারী মাওলানা খিজির আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন-খোয়াই এয়ার ট্রাভেলসের প্রোপ্রাইটর মুফতি আলহাজ্ব আবুল হাসিম। কর্মশালায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল হাই আল মাহমুদ, কিশোরগঞ্জে পীরজাদা মাওলানা আবুল কাসেম, হবিগঞ্জ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম, প্রভাষক ফরিদ আহমেদ, গোগাউড়া দাখিল মাদরাসার সুপার আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা আব্দুস শহীদ, মোহাদ্দিস মাহমুদুল হাসান, মুফতি আব্দুল মজিদ সরদার, মুক্তিযোদ্ধা নমির খান, মাওলানা ইরফান আলী, মাওলানা শেখ জামাল, দুর্গাপুর বাজার সেক্রেটারী আব্দুল সাত্তার। কর্মশালায় ২০১৮ সালের প্রথম প্যাকেজে ২২২ জন প্রায় ৪শ’ জন লোকজন অংশ গ্রহণ করেন।
আগামী ২১শে জুলাই হবিগঞ্জ জেলার হজ্জ যাত্রীদের নিয়ে পবিত্র হজ্ব পালনের জন্য ২২২ জন হজ্ব যাত্রী ঢাকা টু মদিনা এয়ার্পোটে সরাসরি বিমান এয়ার লাইন্সের ফ্লাইট নং (ইএ-১০৩১) পৌছবেন। পরবর্তী ২০১৮ সালের দুই ফ্লাইটে বাকি হজ্জযাত্রীদের ফ্লাইট সিডিল নিশ্চত করা হবে। হজের সফর শুরু শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ খোয়াই এয়ার ট্রাভেলস অফিস হতে ২০ জুলাই বাদ জুম্মা পরে রওনা হবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj