বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে সালাউদ্দিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রামবাসী।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরমাভ্যালী এলাকার কনা মিয়ার ছেলে।
স্থানীয় ও আটককৃত সূত্রে জানা যায়, সালাউদ্দিন নামের এক ব্যবসায়ী দুই বছর যাবৎ বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের তাহির মিয়ার ডেন্ডিং ওয়ার্কসপে কাজ করছিল। সেখানে কাজের পাশাপাশি পুলিশের সাথে হাত মিলিয়ে দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশের এএসআই কবিরের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সালাউদ্দিন পশ্চিম জয়পুর গ্রামে ইয়াবা বিক্রয় করতে আসলে গ্রামবাসীর সন্দেহ হলে তাকে আটক করে।
পরে তার দেহতল্লাশী করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সে এলাকাবাসীকে জানায়, অনেক দিন যাবৎ এএসআই কবিরের সাথে মাদক ব্যবসার লেনদেন করে আসছিল। আজও কবির তাকে পশ্চিম জয়পুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী শাহিন মিয়ার কাছে ইয়াবাগুলো দিয়ে টাকা আনতে পাঠায়। পরে সে ইয়াবা দিয়ে আসার পথে জনতার হাতে আটক হয়।
পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা রুবেল সরকার জানায়, অনেক দিন যাবৎ আমরা পাহাড়া দিয়ে আসছি। আজ তাকে হাতেনাতে পুলিশের মোটরসাইকেলসহ আমরা আটক করেছি।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই অমৃত ও এএসআই সেলিম ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেল সহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, আমি মিটিংয়ে আছি, এধরনের কোন কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj