মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বলেছেন, দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করলে উন্নয়ন অগ্রযাত্রা কখনও ব্যহত হয়না। দেশকে ভালবাসতে হবে, দেশের মানুষকে ভালবাসতে হবে। গ্রামীণ জনপদের উন্নয়নে ঐক্য প্রক্রিয়ার বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন অপ-শক্তির চক্রান্ত ও ষড়যন্ত্র ডিজিটাল উন্নয়নকে ব্যাহত করতে পারবেনা। তিনি শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামে বিদ্যুৎতায়নের উদ্ধোধন অনুষ্টানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার। চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম দিলিপ কুমার সরকার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এডঃ মিজানুর রহমান মিজান, এজিএম (কম) নগেন্দ্র সিংহ, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ সমিতির ইন্সপেক্টর মোঃ মতিউর রহমান, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুছ সামাদ আজাদ মাষ্টার, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মিলন, সাংবাদিক আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক মেম্বার হাজী বাহার মিয়া, আছকির মিয়া ভান্ডারী, বাবুল মিয়া, আমির হোসেন চৌধুরী, উস্তার মিয়া, জামির মিয়া, উজ্জল মিয়া, অনু মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে বিদ্যুতের সুইচ টিপে সংযোগ চালু করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের । গ্রামবাসীর পক্ষে সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন পশ্চিম পাকুরিয়া গ্রামে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের নিকট একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টার দাবি জানালে প্রধান অতিথি ঐ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টার ঘোষনা প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj