সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে শহরের নিচু কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল বিকেল ও রাত্রের দিকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় শুক্রবার (৬ জুলাই) সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে নিচু এলাকার কিছু রাস্তা-ঘাটের পানি এখনও পুরোপুরিভাবে নামেনি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যা হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। এখন পর্যন্ত সুনামগঞ্জের কোনো ঘর-বাড়িতে পানি ওঠেনি। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে ঘর-বাড়িতে পানি ওঠে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, জেলা দোয়ারাবাজার, তাহিপুর ও বিশ্বম্ভপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে।
জেলার কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সারা জেলায় ৫০৫ হেক্টর আউশ ধানের চারা পানিতে নিমজ্জিত রয়েছে। আর সেই সঙ্গে ৫০ হেক্টর বর্ষাকালীন সবজির খেতও পানিতে নিমজ্জিত রয়েছে। দ্রুত পানি নেমে গেলে ধান ও সবজির কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
সুনামগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক বশির আহমদ সরকার বলেন, এই পানি স্বাভাবিক বর্ষার পানি। কিছু জমি পানি নিমজ্জিত অবস্থায় রয়েছে। পানি দ্রুত নেমে গেলে আশা করা যাচ্ছে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হবে না।
উত্তর বড়পাড়া এলাকার বাসিন্দা জয়েদ মিয়া বলেন, বাড়ির পাশের জমি নিচু অংশ সুরমা নদী কাছে হওয়ায় পানিতে ডুবে গেছে। দুপুরের বৃষ্টি কমার কারণে মনে কিছুটা স্বস্তি পাচ্ছি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বেড়েছে। তবে বন্যা হতে পারে এমন কোনো তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যায়নি। এখন স্বাভাবিক বর্ষা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj