হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আন্তঃ জেলা সিএনজি (অটোরিক্সা) চোর চক্রের সদস্য সজলু মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাইকৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।
সে হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ ভুমিহীন পাড়া গ্রামের নুর আলীর পুত্র।
বুধবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া জানান, গত ১ জুলাই সন্ধ্যায় শহরের সদর থানা সংলগ্ন শনিমন্দিরের সামন থেকে আটককৃত সজলুসহ তার সহযোগীরা সিএনজিটি চুরি করে নিয়ে যায়।
পরে এ ঘটনায় শহরের মাস্টারকোয়ার্টার এলাকার বাসিন্দা সিএনজি মালিক ফখরুল ইসলাম চৌধুরী সদর থানায় অভিযোগ দায়ের করে।
এরই প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শনিমন্দিরের সিসিটিভির ফুটেজ দেখে সজলু মিয়া কে সনাক্ত করে। পরে সজলুর স্বীকারোক্তি মতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের শাযেস্তানগর এলাকা থেকে সজলু মিয়া নামে ওই চোরকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যমতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি’র গহীণ অরণ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় সিএনজি (অটোরিক্সাটি) উদ্ধার করা হয়।
এর আগে তিনি বিবাড়িয়া কুমিল্লা ও ভৈরবসহ বিভিন্ন স্থানে সজলু কে নিয়ে অভিযান করেন। পরে নিশ্চিত হয় সিএনটি সাতছড়ি এলাকায় আছে। পরে সেখান থেকে সিএনজিটি উদ্ধার করা হয়। এসময় ওই চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। সজলুর বিরুদ্ধে আরও সিএনজি চুরির মামলা রয়েছে। সে নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে সিএনজি চুরি করে নিয়ে যায়।
তার অন্যতম সহযোগী হল পশ্চিম ভাদৈ গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩০)। তাকেও খুজছে পুলিশ।
এ ব্যাপারে এসআই শাহিদ মিয়া জানান, সজলুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj