ডেস্ক: মেক্সিকোর কাছে হারটাই শুধু নয়, শেষ ম্যাচটাও কাল হলো ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জন্য। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ তে হেরে গেছে তারা। ৮০ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরুতে পারলো না জার্মানি। রাশিয়া বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ১৯৩৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।
প্রথম রাউন্ডে এমন শিরোনাম দেখতে হবে এটা বোধহয় স্বপ্নেও ভাবেননি কোনো ফুটবলভক্ত। তবে রাশিয়া বিশ্বকাপে অন্য এক চিত্রনাট্য রচনা করে যাচ্ছেন ফুটবলবিধাতা। যেখানে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো জার্মানির মতো হেভিওয়েট দলকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে জার্মানরা। তবে এবারের আসরে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েও বিদায় নিতে হলো এশীয় দলটিকে।
কাজান অ্যারেনায় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার জন্যই মাঠে নামে জার্মানি। ম্যাচের পুরো সময় আধিপত্য ধরে রেখেও শেষ পর্যন্ত জয় পায়নি জোয়াকিম লোর দল। উল্টো খেলার একেবারে শেষ সময়ে দুটি গোল হজম করে বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হলো ফুটবল বিশ্বের অন্যতম সফল দলটিকে।
কোরিয়ার বিপক্ষে ৭৬ শতাংশ বলের দখল রাখে জার্মানি। ১৩ বার কোরিয়ার গোলমুখে শট নিয়ে একবারও জালে বল জড়াতে পারেনি ওজিল-রিউসরা। পক্ষান্তরে মাত্র পাঁচটি শট নিয়েই দুবার জার্মানদের জাল কাঁপিয়ে তোলে এশীয়রা।
স্বভাবসুলভ আক্রমণ দিয়েই ম্যাচের শুরুটা করেছিল জার্মানি। প্রথম আধা ঘন্টায় জার্মানদের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল কোরিয়ার রক্ষণভাগ। কোরিয়ার জালে বল না জড়ানোর কৃতিত্ব দলটির গোলরক্ষক চো হিউ উনের। দুর্দান্ত সব সেভ করেছেন গোলপোস্টের এই অতন্দ্রপ্রহরী।
দ্বিতীয়ার্ধেও দারুণ খেলতে থাকে জার্মানি। ওজিল-মুলার-গোমেজদের একের পর আক্রমণ আছড়ে পড়তে থাকে কোরিয় রক্ষণভাগে। তবে গোলরক্ষককে কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব হয়নি।
ম্যাচটা যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল ঠিক তখন গোল করে জার্মানির স্বপ্ন গুড়িয়ে দেন কিম ইয়ং গোয়ন। ম্যাচের তখন ৯২ মিনিট চলছে। ওদিকে খবর চলে এসেছে সে মেক্সিকোকে গুড়িয়ে দিয়েছে সু্ইডেন। বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে গোল করতে হবে। এটা ভেবেই জার্মানির পুরো দলই উঠে এলো আক্রমণে। ম্যাচের শেষ মিনিটে উঠে আসেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারও। এই সময়ে ফাঁকা গোল পোস্ট পেয়ে গোল করেন সং ইয়ং মিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj