এস এইচ টিটু : রাশিয়া বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিন থেকেই লিওনেল মেসিকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। আইসল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিজের স্বভাবসূলভ খেলাটা উপহার দিতে পারেননি আর্জেন্টিনার এই তারকা। সেই ম্যাচে সার্জিও আগুয়েরোর গোলে ১-১ ড্র করে তারা।
পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের চেয়েও ছন্না ছাড়া খুদে জাদুকর। সেই খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার দুশ্চিন্তায় পড়ে যায় আর্জেন্টিনা।
মঙ্গলবার সেন্ট পিটাসবার্গে বাঁচা মরার লড়াইয়ে নাইজেরিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন মেসি। আর এদিনই রাশিয়া বিশ্বকাপ তার শততম গোল দেখলো। তাও এলো ফুটবলের বিস্ময় মেসির পা থেকে। ২১তম বিশ্বকাপের গোলটি এবারের আসরে মেসির প্রথম গোল।
নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প নেই মেসিদের। এমন কঠিন সমীকরণে নাইজেরিয়ার বিপক্ষে নেমে শুরুতেই আক্রমণে যায় সাম্পাওলির শিষ্যরা। তাতে ১৪ মিনিটেই সুপার ঈগলদের বিপক্ষে সফলতা পায় আজের্ন্টিনা।
এদিকে গত তিনটি বিশ্বকাপ ধরে কোনো তারকা ফুটবলারই আসরের শততম গোলের দেখা পেয়েছেন। ২০১০ আফ্রিকা বিশ্বকাপে করেছিলেন স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৪ ঘরের মাঠের বিশ্বকাপে ১০০তম গোল করেন ব্রাজিল তারকা নেইমার। আর এবার করলেন মেসি।
রাশিয়া বিশ্বকাপে অবশ্য মঙ্গলবার ডেনমার্ক-ফ্রান্স ম্যাচটি গোলশূন্য নিষ্পত্তি হয়। যা চলতি আসরের প্রথম কোনো গোলশূন্য ম্যাচ। আবার আসরে সবোর্চ্চ ৭ গোলের ম্যাচও দেখেছেন ফুটবলপ্রেমীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj