বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট যুদ্ধে নারী-পুরুষরা দীর্ঘ লাইনে দাড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
এ ভোট গ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলে। পরে রাত ৯টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে আমতলী চা বাগানে চম্পা লাল রবি, দক্ষিণ রামপুর ফাঁড়ি বাগানে সুমন সিং, রশিদপুর মেইন ডিভিশন চা বাগানে নিপেন চাষা, শীতলাছড়া ফাঁড়ি চা বাগানে বাবুলাল তেলী, মধপুর চা বাগানে গোপাল গোড়াইত, বৃন্দাবন চা বাগানে অবীর সাওতাল, কামাইছড়া ফাঁড়ি চা বাগানে বিমল ভর, বালুছড়া ফাঁড়ি চা বাগান বকুল সবর, ফয়েজাবাদ কোয়ার্টার ফাঁড়ি চা বাগানে নকুল গঞ্জু ও ফয়েজাবাদ ফাঁড়ি চা বাগানে দুলাল সাওতালকে স্ব স্ব বাগানের পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
চা শ্রমিকদের এ নির্বাচনে সকাল ১০টা থেকে বাহুবলে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন। বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরের নেতৃত্বে নির্বাচন পর্যবেক্ষণে আরও ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, প্রচার সম্পাদক সুহেল আহমেদ, কার্যনির্বাহী সদস্য সামিউল ইসলাম ও সদস্য হুমায়ুন কবির।
পর্যবেক্ষণকালে দেখা হয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের দায়িত্বরত সহকারি রিটার্নিং অফিসার মোঃ জসীম উদ্দিনের সাথে। তিনি জানান, নির্বাচনকে ঘীরে প্রতি কেন্দ্রেই ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বাহুবল উপজেলার চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। তিনি আরও জানান, বাহুবল উপজেলায় মোট ৩ হাজার ৫শ ৭৩ জন চা শ্রমিক ভোটার রয়েছেন। এরমধ্যে ১ হাজার ৮শ ৩০ জন পুরুষ ও ১ হাজার ৭শ ৪৩ জন মহিলা ভোটার রয়েছেন। ১১টি চা বাগানে ১৫টি বুথের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বাগানগুলো হল- বৃন্দাবন চা বাগান, মধুপুর চা বাগান, রশিদপুর চা বাগান, চিতলাছড়া চা বাগান, ফয়জাবাদ চা বাগান, ফয়জাবাদ নতুন কোয়ার্টার চা বাগান, রামপুর চা বাগান, দক্ষিণ রামপুর ফাড়ি চা বাগান, বালুছড়া চা বাগান, কামাইছড়া চা বাগান, আমতলী চা বাগান। এর মধ্যে বৃন্দাবন, মধুপুর, রশিদপুর ও ফয়জাবাদ ফাড়ি চা বাগানে দুটি করে বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১১ জন প্রিজাইডিং, ১৫ জন পোলিং, ৪৪ জন পুলিশ সদস্য, ১১ জন প্লাটুন কমান্ডার এবং ৩৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।
উল্লেখিত বাগানগুলোতে প্যানেলের মাধ্যমে স্ব স্ব বাগানে ১ জন করে ১১জন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হবেন। নির্বাচিত পঞ্চায়েত প্রধানগণ পরবর্তীতে পূর্ণ কমিটি গঠন করবেন। একজন ভোটার পঞ্চায়েত প্রধান পদসহ বালিশিয়া ভ্যালী কার্যকরী পরিষদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (সভাপতি মন্ডলী), কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (সম্পাদক মন্ডলী) প্রতিটি পদে একটি করে ভোট প্রদান করেন এবং প্রতিটি পদে একজন করে নির্বাচিত হবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj