চুনারুঘাট প্রতিনিধি : কৃষি উৎপাদনে হবিগঞ্জ জেলার সবচেয়ে সফল উপজেলা চুনারুঘাট।" বলেছেন, বীজ এজেন্সির উপ-পরিচালক এবং ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচির পরিচালক মোঃ নূরুল ইসলাম পাটোয়ারি।
গতকাল শুক্রবার সকাল দশ ঘটিকায় চুনারুঘাট উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বীজ মান পরীক্ষা বিষয়ে কৃষকদের উদ্ভোদ্ধ করণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসাবে আলোচনা কালে এ কথা বলেন তিনি। বীজ প্রত্যয়ন কৃষি মন্ত্রণালয়ের উপ-পরিচালক শ্রী নিবাস দেবনাথের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তমিজ উদ্দিন, চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি নুর উদ্দীন সুমন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ।
এতে, মানসম্পন্ন বীজ উৎপাদন, নির্বাচন, সংগ্রহ, সংরক্ষণ ও মান পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচির দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের ১শ ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সকল প্রশিক্ষকরাই কৃষকদের মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব, বিভিন্ন মানের বীজের ধরণ, মানসম্মত বীজ উৎপাদন ও ব্যবহার, বীজের আর্দ্রতা, ভেজাল ছাড়াও, অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন।।
সকল আলোচকরাই বর্তমান সরকারের কৃষি উন্নয়নের বিভিন্ন উদ্যোগকে বাস্তবে রুপ দিতে তৎপর হওয়ায় চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার ও উপজেলার সকল কৃষকদের ধন্যবাদ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj