নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এম শামীম চৌধুরী।
এতে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরী বলেন, বছরে একবার বিশেষ রহমত বরকত মাগফেরাত নিয়ে আসে পবিত্র মাহে রমজান। এ মাসে আমরা সবাই বেশী বেশী করে এবাদত করার চেষ্টা করি। তিনি বলেন, রোজা রাখার মধ্যে আত্মতৃপ্তি পাওয়া যায়। বিশেষ করে রোজা রাখলে শরীর সুস্থ হয় মন থাকে ভাল। শুধু তাই নয়, যাদের ওজন অতিরিক্ত, তাদের ক্ষেত্রে রোজা ওজন কমানোর জন্য এক সহজ ও সুবর্ণ সুযোগ। ওজন কমে যাওয়ার বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকা যায়। আবার ওজন কমাতে পারলে কোলেস্টেরলের মাত্রাও কমে আসে। তিনি বলেন, এ ইফতার আয়োজনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এক সাথে ইফতার করে অত্যন্ত ভাল লেগেছে।
বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও কবি তাহমিনা বেগম গিনি বলেন, রোজা রাখার উদ্দেশ্য শরীরকে দুর্বল করে অকর্মণ্য করা নয়, বরং শরীরকে সামান্য কিছু কষ্ট দিয়ে দৈহিক ও আত্মিক উৎকর্ষ সাধন। শুধু তা-ই নয়, অনেক রোগের বেলায় রোজায় ক্ষতি না হয়ে বরং বহু রোগব্যাধির প্রতিরোধক এবং আরোগ্যমূলক চিকিৎসালাভে সহায়ক হয়। রোজায় স্বাস্থ্যের সমস্যার চেয়ে বরং স্বাস্থ্যের উপকারই বেশি হয়।
বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, তরফবার্তার বার্তা সম্পাদক কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম মোক্তাদির চৌধুরী মাসুদ, আব্দুল জলিল কাউন্সিলর, গাজীউর রহমান ইমরান, নওরোজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আখলাখ উদ্দিন মনসুর, শামীমুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আল নোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী, আব্দুল হক রেনু, যুগ্ম অর্থ সম্পাদক আব্দুস সালাম মজনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক শেখ জামাল, আবুল কালাম আজাদ মেম্বার, আব্দুর রাজ্জাক, জামাল আহমেদ রাজ, সাজাব আলী সোহেল, নাজমুল তৌহিদ, আজমান, পাভেল, নাহুল প্রমুখ।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ পৌর শাখার কার্যকরি সভাপতি অধ্যক্ষ ফিরুজুল ইসলাম চৌধুরী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj