মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিক্যক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহার সরঞ্জমাদি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)-এর যৌথ উদ্যোগে ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রতœদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান উস্তার মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা মৎস কর্মকর্তা বুরহান উদ্দিন, প্রকৌশলী মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা নূরুল ইসলাম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, সদস্য হুমায়ুন কবীর, বাহুবল বাজার কমিটির সভাপতি এম এ জলিল তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর আব্দুর রউফ মোমেন প্রমুখ।
সভায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ অবহিত করা হয়। শিশুদের মায়ের দুধের বিকল্প হিসেবে বর্তমানে বাজারজাতকৃত গুড়াদুধ খাওয়ানো থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
সভায় প্রধান অতিথি বলেন বাজারজাতকৃত অনুমোদনবিহীন শিশুর বিকল্প খাদ্য বিক্রেতারা আগামী ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যতায় আগামী ১০ দিন পর বাজার মনিটরিং চালিয়ে তাদেরকে জেল জরিমানা প্রদান করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj