জুয়েল চৌধুরী, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ বিআরটিএ আয়োজিত ২দিন ব্যাপী গাড়ী চালকদেরকে নিয়ে প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
বুধবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা ফেরদৌসির সভাপতিত্বে ও বিআরটিএর সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, মেডিকেল অফিসার মুখলেসুর রহমান শামীম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টও শফিকুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিকের সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সজিব আলী, ট্রাক ও লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ট্রাক ও লরি শ্রমিক সমিতির সভাপতি ইমদাদুল হোসেন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আরজত আলী প্রমুখ।
বক্তারা বলেন, দূর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য রাস্তাঘাট সংসার করা, দূর্ঘটনার প্রবেশ এলাকা, বিভিন্ন বাক সমূহ সোজা করা, অলিপুর, লস্করপুর, শায়েস্তাগঞ্জ রেল লাইনের উপর ওভারব্রীজ করা, চালকদের জন্য প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা এবং সে সকল রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে এগুলো দ্রুত সংস্কার করা, ভূয়া ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে প্রশিক্ষণ সাপেক্ষে লাইসেন্স প্রদানসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশিক্ষন শেষে প্রত্যেক চালকদেরকে সম্মানী প্রদান করা হয়। এ প্রশিক্ষণ আগামীকাল বৃহস্পতিবার সমাপ্ত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj