বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের আগুনে পুড়া প্রথম শ্রেনীর ছাত্রী ছাদিয়ার চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে।
সরকারের দেয়া উপজেলার ফয়জাবাদ আশ্রায়ন প্রকল্পের আবু তাহির মিয়ার ছেলে স্থানীয় সাতকাপন আওলিয়া নূর শিশু কল্যান স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী।
এরই মধ্যে দিনমজুর পিতা মেয়ের চিকিৎসা বাবত সিলেট ওসমানী মেডক্যাল কলেজ হাসপাতালে ১মাস ২৭ দিন থেকে প্রায় দেড় লাখ টাকা খরছ করে ফেলেছেন। তাও আবার সুদের উপরে নেয়া টাকা। বাড়ছে সুদ, দিশেহারা পিতা।
চিকিৎসা না পেয়ে অকালে ঝড়ে যাওয়ার টেনশনে বাবাও মৃত্যুর মুখোমুখি। আমাদের চোঁখের সামনে ঝড়ে যাওয়ার উপক্রম একটি পরিবার।
এক পর্যায়ে সিলেট হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক।
অসচ্ছল পিতা কোন উপায়ন্তর না পেয়ে বাড়িতে নিয়ে আসেন। সাহায্য খোঁজতে থাকেন চতুর্দিকে । এক পর্যায়ে ছাদিয়ার শিক্ষক ইসমাইল মাহমুদ ফিরোজ ছাদিয়াকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ষ্টেটাস দেন।
এরই পরই ষ্টেটাস দেন বাহুবল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্য টিপু সুলতান জাহাঙ্গীর। তারা দুজনেই বিভিন্ন স্থরে যোগাযোগ করে উন্নত চিকিৎসার জন্য গত ২২ মে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
তখন তারা ছাদিয়ার পিতার হাতে তুলে দেন নগদ ৯ হাজার টাকা। যা চিকিৎসার জন্য সত্যিই অপ্রতুল।
ছাদিয়াকে ভর্তি করার ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে। ৪র্থ তলার ১০ নাম্বার বেড (ওয়ারেন্ট সি ইউনিট) এ।
ছাদিয়ার পিতা ঢাকা থেকে টাকার তাগদা দিচ্ছেন তাদেরকে। তিনি বলছেন দুই লক্ষ টাকার জন্য আমি আমার মেয়েকে বাঁচাতে পারছিনা।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, আমরা কি পারিনা ছাদিয়ার পাশে দাড়িয়ে আগুনে পুড়া ছাদিয়াকে চিৎিসার মাধ্যমে বাঁচিয়ে আনতে। পবিত্র রমজান মাসে আমরা যাকাত দেই, পারিনা যাকাতের একটি অংশ ছাদিয়াকে দিতে।
গরিব ও অসহায় হওয়ায় মেয়েটির চিকিৎসার জন্য স্থানীয় সংসদ সদস্য ব্যবসায়ী ও দানবীরসহ সমাজের সচ্ছল ব্যক্তিদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার বাবা আবু তাহের।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন করাঙ্গীনিউজ এর প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর ও বাহুবল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য টিপু সুলতান জাহাঙ্গীর (০১৭৩৪ ০০৪০৪০), ছাদিয়ার শিক্ষক ইসমাঈল মাহমুদ ফিরোজ (০১৭২০ ৩২৮৪৫০)।
এ ব্যাপারে বাহুবল প্রেসক্লাব সদস্য টিপু জানান, ইতিমধ্যে আমরা আরো কিছু সংগ্রহ করেছি, আমাদের উপজেলা নির্বাহী অফিসার কিছু দিবেন এমন একটি আশ্বাস দিয়েছেন। আরো টাকা প্রয়োজন, এ নিয়ে আমরা বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছি। যে কোন মূল্যে ছাদিয়ার চিকিসা করাতে হবেই। আরো প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj