অপু দাশ : চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক মুল্লুক চল দিবস পালিত হয়েছে।
গত রবিবার ঐতিহাসিক মুল্লুক চল দিবস উপলক্ষে র্যালী, মুল্লুক ভাস্কর্য স্থাপন,চা শ্রমিকের গান,আলোচনা সভা ও মুল্লুকে চল ঘটনা অবলম্বনে নাটক 'নিজভূমে পরবাসী' থিয়েটারের নিজস্ব নাট্যমঞ্চে আয়োজন করেছে প্রতীক থিয়েটার।
প্রতীক থিয়েটারের সহ-সভাপতি আমোদ মালের উদ্যোগে নির্মিত ‘মুল্লুক ভাস্কর্য’ উদ্বোধন করা হয়েছে। প্রতীক থিয়েটারের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রথমে র্যালী বের হয়ে বাগান প্রদক্ষিণ করে। পরে প্রতীক মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতীক থিয়েটারের উপদেষ্টা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক কবি তাহমিনা বেগম গিনি, ঢাকার গণ-সঙ্গীত শিল্পী কপিল আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, নটরডেম কলেজের প্রাক্তন অধ্যাপক পিউস নানোয়ার, চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক নৃপেন পাল, দৈনিক খোয়াই’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, একাত্তর টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দি বাংলাদেশ টুডে জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, দি ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, চা শ্রমিক নেতা অবিরত বাকতী, বীরেন্দ্র কালিন্দী, বসুন্ধরা নাট্যগোষ্ঠীর সভাপতি সুবল মালাকার প্রমূখ।
আলোচনা সভার পূর্বে প্রতীক থিয়েটারের শিল্পীরা চা শ্রমিক দিবসের উপর সঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যায় প্রতীক মঞ্চে নিজভূমে পরবাসী নাটক অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে শত শত চা শ্রমিক অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এ দিবসটিকে জাতীয় চা শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানান। সেই সাথে ‘মুল্লুক ভাস্কর্য’ নির্মাণ করায় প্রতীক থিয়েটারের সহ-সভাপতি আমোদ মালের প্রশংসা করেন।
বক্তারা বলেন, প্রতীক থিয়েটারের এ আয়োজন চা শ্রমিকদের সম্মানীত করেছে। এ থিয়েটার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ৩২ বছর ধরে চা শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে। প্রতীক থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাস জানান, ২০ মে ছিল ঐতিহাসিক মুল্লুক চল দিবস। ১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩৫ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়।
এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার চা শ্রমিককে হত্যা করে। এরপর থেকে ২০ মে চা-শ্রমিকেরা ‘মুল্লুক চল দিবস’ হিসেবে পালন করে আসছেন। তবে বারবার দাবি জানানো এবং অনেক আন্দোলনের পরও ৯৭ বছরেও স্বীকৃতি পায়নি দিবসটি। ঘুচেনি চা শ্রমিকদের বঞ্চনা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj