হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর থেকে ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মাদক বিক্রেতারা দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ও চালাই মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, শহরের নাতিরপুর এলাকার সুরুজ আলীর পুত্র শাহজাহান মিয়া (৩৫), আনোয়ারপুর এলাকার বানু মিয়ার পুত্র শিপন মিয়া (২০), নোয়াহাটি এলাকার বাবুল মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৭), বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের আব্দুল হালিমের পুত্র জলিল মিয়া (২০) ও একই এলাকার কুদরত উল্লাহর পুত্র খলিল মিয়া (৩৬)।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj