চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌর শহরে আশ্রয়ণ কেন্দ্রে দারিদ্র পরিবারের কিশোরীকে জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করেছে এক লম্পট।
এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে ২ সন্তানের জনক লম্পট ধর্ষক উজ্জল মিয়া (৩৫) ও তার স্ত্রী মাফিয়া( ২৫)কে আসামী করে মামলা দায়ের করেন।
পুলিশ ধর্ষক কে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।ওই কিশোরী (১৩) হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। এঘটনায় ধর্ষক লম্পট ঘর থালা লাগিয়ে পালিয়েছে।
কিশোরীর বাবা করাত কল মেস্ত্রী মোঃ মুছা মিয়া জানান ৩ মে স্ত্রী ও সন্তানদের নিয়ে বোরো ধান ওঠানো শ্রমিক হিসেবে কিশোরগঞ্জের মিঠামইন যান।
পড়া -লেখার কথা চিন্তা করে মেয়েটিকে পাশের ঘরের ধর্ষকের স্ত্রী মাফিয়া ও বোন অাফিয়ার কাছে রেখে যান। এ সুযোগে প্রতিবেশী পাশের ঘরের মৃত সিরু মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৫) কৌশলে ঘরে দরজা খুলে প্রবেশ করে এবং কিশোরী (১২) কে জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করে।
সকালে কিশোরী ধর্ষকের স্ত্রী মাফিয়াকে বিয়ষটি অবগত করে। এসময় মাফিয়া বিষয়টি কাউকে বলতে মানা করে।এরই মধ্য কিশোরীর বাবা বাড়ি এসে তার কন্যাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
মেয়েটি জানায়, তাকে জুস খেতে দিয়েছিল উজ্জল। তারপর সে আর কিছু বলতে পারে না। এঘটনায় বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনার ঝড় ওঠে। তিনি আরও বলেন এঘটনায় আপোষে নিষ্পত্তির জন্য স্থানীয় মুরুব্বিয়ানরা চেষ্টা করেন।যে কারণে থানায় অভিযোগ দায়ের করতে তাদের বিলম্ব হয়।
খবর পেয়ে চুনারুঘাট ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন এর কর্মসূচির অফিসার অল্লিকা দাস ঘটনার স্থলে গিয়ে চিকিৎসা সহায়তা এবং আইনি সহযোগীতার পরামর্শ দেন। তিনি বলেন মেয়ের সাথে কথা বলেছি মেয়ের অবস্থা আশংকা জনক।
এঘটনায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানজানান ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি।আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।আজ বৃহস্পতিবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj