হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১১ মে) হবিগঞ্জের তিনটি কেন্দ্র থেকে নকলসহ হাতেনাতে ধরে তাদের সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়।এদের একজনকে বহিষ্কারের পাশাপাশি ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা এ দণ্ড দেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল বলেন, হবিগঞ্জ জেলার ২৪টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৬ হাজার ৫শ ৭ জন। তাদের মাঝে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে সরকারি বৃন্দাবন কলেজে একজন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় একজন এবং হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন বলেও জানান তিনি।
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, নিয়োগ পরীক্ষায় এ ধরণের নকলের প্রচেষ্টা বিস্ময়কর। তার কলেজে পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বনের জন্য অনেক চেষ্টা করলেও পরীক্ষা গ্রহণকারী কর্মকর্তার শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করেন।
যারা নকল করে চাকরি নেয়, জাতি তাদের কাছ থেকে কি আশা করতে পারে?— অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj