নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রী ও ধান কাটার কাজে নিয়োজিত এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে উপজেলার দৌলতপুর ও শতমুখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে নবম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার (১৫) এবং একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের রহিম মিয়ার ছেলে মিজানুর রহমান (১৮)।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার বলেন, দুপুরের দিকে তানিয়া আক্তার তার মায়ের সঙ্গে রান্না ঘরে কাজ করছিলো। এসময় কোনোকিছু আনতে বাইরে বের হলে বজ্রপাতের আঘাতে মারা যায় সে।
অপরদিকে নউল্লার হাওরে অন্যদের সাথে ধান কাটার সময় বজ্রপাত ঘটলে কৃষক মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
মামুন খন্দকার বলেন, নিহতদের সব তথ্য সংগ্রহ করা হয়েছে। উপজেলা প্রশাসনের থেকে তাদের ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত এক মাসে হবিগঞ্জে বজ্রপাতে নিহত হয়েছেন ২৫ জনেরও বেশি লোক। প্রতিদিনের বজ্রপাতে প্রাণহানির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj