স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে পুলিশ-অটোরিকশা শ্রমিক সংঘর্ষের ঘটনায় পুলিশ আহত হওয়ার প্রেক্ষিতে ৭’শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে।
২৭ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।শনিবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, ২৭ এপ্রিল শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জের নছরতপুরে সিএনজি চালিত অটোরিকশা সিএনজি শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়।এ সংঘর্ষে ১৪ জন পুলিশ আহত হয়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে এসল্ট মামলা করেছে। ৮৮ জনের নাম উল্লেখ ছাড়াও এ মামলায় অজ্ঞাত ৬’শ থেকে ৭’শ জনকে আসামী রাখা হয়েছে। মামলাটি তদন্ত করছেন ওসি(তদন্ত) মানিকুল ইসলাম। পুলিশ বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ শহর থেকে অলিপুর ও সুতাংয়ে যেতে মহাসড়ক ব্যবহার করতে হয়। কিন্তু মহাসড়কে সিএনজি চলাচল করতে নিষেধাজ্ঞা রয়েছে। শায়েস্তাগঞ্জ থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সরকারী আইন রক্ষায় কাজ করতে গিয়ে মহাসড়কে সিএনজি প্রবেশে কড়া নজর রাখছে।
অনেক সময় নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা সিএনজি চলাচল করলে বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ।
এর প্রতিবাদে শুক্রবার শায়েস্তাগঞ্জের অটোরিকশা সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুর, দেউন্দি রাস্তার মোড় ও সিএনজি গ্যাস পাম্পের কাছে অবস্থান নেয়।এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে নছরতপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj