বাহুবল প্রতিনিধি: বাহুবলে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছে নারায়নগঞ্জের গার্মেন্টস শ্রমিক নারী। ঘটনার সময় ধর্ষকরা ওই নারীর শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দিয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় ধর্ষিতা নারী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে বাহুবল মডেল থানায় ৪ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ উপজেলা পরিষদের এমএলএসএস শাহ আলমসহ ২ যুবককে গ্রেফতার করেছে। অপর ২ যুবক পলাতক রয়েছে। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল রাত সোয়া ১ টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে।
ধর্ষিতার উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দিঘীবরাবর গ্রামের (মৃত মনোয়ার হোসেন ওরপে মনু’র কন্যা নাজমা বেগম) জনৈক যুবতীর সাথে তার স্বামীর সম্পর্কের অবনতি হলে প্রায় ৫ বছর ধরে পিত্রালয়ে বসবাস করে আসছে ওই যুবতী। পিত্রালয়ে বসবাস করা অবস্থায় সে নিজের পায়ে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রায় ৪ বছর আগে নারায়গঞ্জের একটি গার্মেন্টসে চাকরি নেয়। গার্মেন্টসে চাকরির সুবাদে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের এমরান মিয়ার স্ত্রী লিপি খানমের সাথে ওই যুবতীর পরিচয় হয়। সপ্তাহখানেক পূর্বে ওই গার্মেন্টস কর্মী ওই নারী (৩০)-এর সাথে মোবাইল ফোনে কথা হয় অপর গার্মেন্টস কর্মী লিপি খানমের সাথে। কথাবার্তার এক পর্যায়ে নারায়নগঞ্জের ওই নারী গার্মেন্টস কর্মী বাহুবল বেড়াতে আসার দিনক্ষণ নির্ধারণ হয়। কথা মতো নারায়নগঞ্জের ওই নারী গার্মেন্টস কর্মী ২৩ এপ্রিল দুপুর ২টার দিকে রূপগঞ্জ থেকে যাত্রীবাহী বাসযোগে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে নামে। মিরপুর বাজারে পূর্ব থেকেই অবস্থান করছিল বান্ধবী লিপি খানম। দু’জন একত্রিত হয়ে মিরপুর বাজারে কিছু বাজার-সওদা সেড়ে মিরপুর বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরবর্তী পূর্বজয়পুর গ্রামে তারা যাত্রা করে। লিপি খানমের বাড়িতে পৌঁছে লিপির স্বামী এমরান মিয়া (৩৫), একই গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র ছায়েদ আলী (৪৫) ও মোঃ তৈয়ব খানের পুত্র বাহুবল উপজেলা পরিষদের এমএলএসএস মোঃ আলম খান (২৫)-এর সাথে দেখা ও কথাবার্তা হয় আগন্তুক ওই নারী গার্মেন্টস কর্মীর।
খাওয়া-দাওয়া শেষে লিপি খানমের একটি কক্ষে ওই নারী ঘুমিয়ে পড়েন। রাত অনুমান সোয়া ১টার দিকে উল্লেখিত এমরান মিয়া, ছায়েদ আলী, আলম খান ও এক অজ্ঞাত যুবক ঘুমন্ত ওই নারীর কক্ষে প্রবেশ করে। এ সময় তারা তাকে ঝাপটে ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ছায়েদ আলী জ্বলন্ত সিগারেট দিয়ে ওই ধর্ষিতার পেটের নিম্নাংশে ছ্যাক দেয় এবং অন্যান্যরা তার মুখমন্ডল ও গলায় জখম করে। এতে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহায়তা উদ্ধার হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২৪ এপ্রিল রাতে ধর্ষিতা নারী বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ এজাহারভূক্ত আসামী ছায়েদ আলী ও মোঃ আলম খানকে গ্রেফতার করে। অন্যান্যরা পলাতক রয়েছে।
গতকাল অপরাহ্নে বাহুবল মডেল থানা কম্পাউন্ডে এক সংক্ষিপ্ত ব্রিফিং-এ বাহুবল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, গণধর্ষণের বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে পুলিশের ‘কুইক রেসপন্স’ টিম মাঠে নামাই এবং দ্রুততম সময়ের মধ্যে ২ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতরা ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। অন্যান্যদের গ্রেফতারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj