সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন স্থানে চোলাই কাঠের রমরমা ব্যবসা। অবৈধ চোরাই কাঠ ব ̈বসায়ীদের দাপটে সাধারণ বৈধ ব্যবসায়ীরা পথে বসেছে।
সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে গোটা এলাকা জুড়ে বেড়াচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্যরা চোরাই পথে দিনে রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ডায়না ট্রাক যোগে কাঠ পাচার করে মোটা অংকের টাকা কামাই করছে।
সরজমিনে জানা যায়, চুনারুঘাট থেকে সড়ক পথে ও শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ ঢাকা মুখি মহা সড়ক দিয়ে, শায়েস্তাগঞ্জে দেউন্দি সড়ক চৌমুহনী ̄, পুরান বাজার,লস্করপুর, কলিমনগর,সুতাং (আলীগঞ্জ বাজার) চুনারুঘাট উপজেলার শানখলা বাজার নিয়মনীতির তোয়াক্কা না করে উঠেছে ১৫টি ‘স’ মিল। আর ‘স’ মিল আলোকে ঘিরে ব্যবসায়ী অধিক মুনাফার লোভে চোলাই কাঠের রমরমা ব্যবসা করছেন সাতছড়ি, রঘুনন্দন, হবিগঞ্জ রেঞ্জ-১ সরকারী বন উজার করে রাজস্ব ফাঁকি কাঠ পাচার করে যাচ্ছে বেশ কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট।
তারা বাহুবল, চুনারুঘাট, মাধবপুর উপজেলার বিভিন্ন বন থেকে বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তাকে ম্যানেজ করে এবং বন বিভাগের আওতাধীন লস্করপুর রেল গেইট ও সাতছড়ি চেক পোষ্টে অসাধু ফরেষ্ট এবং ফরেষ্ট গার্ডকে ম্যানেজ করে চোরাই কাঠ শায়েস্তাগঞ্জ সহ হবিগঞ্জ শহরে নিয়ে আসেন এবং ঢাকার দিকে বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। ওই কাঠ ̧লোতে হেমার নেই, নেই কোন নাম্বার।
ব্যবসায়ীদের নেই অনেকের কোনো বৈধ কাগজ পত্র। টাকা পেলেই ছারপত্র দেন ফরেষ্ট চেক পোষ্টে লোক জন। চোরাই কাঠ ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে কোন ভাবেই পুষিয়ে উঠতে পারছে না বৈধ কাঠ ব্যবসায়ীরা।
এক কাঠ ব্যবসায়ী এ প্রতিনিধিকে জানান, চোরাই কাঠ ব্যবসায়ীর দাপতে সাধারণ বৈধ ব্যবসায়ীদের এখন মাথায় হাত। এ পর্যন্ত অবৈধ চোরাই কাঠ ব্যবসায়ীদের কারনে বর্তমান সরকার লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj