স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এক সময় কোনো বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হলে অধিকাংশই ঝড়ে যেতো। শেষ পর্যন্ত গোটা কয়েজন থাকতো। লেখাপড়ার প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকরা আগ্রহী ছিলেন না। কারণ অন্যান্য সরকার শিক্ষার প্রতি আন্তরিক ছিল না। কিন্তু বিগত ৯ বছর বর্তমান সরকার শিক্ষার্থী এবং অভিভাবকরা যাতে লেখাপড়ার প্রতি আগ্রহী হয় সে ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান এবং নলেজ ডেভেলপম্যান্ট প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ সরকার বছরের শুরুতেই সারাদেশে একযোগে নতুন বই বিতরণ, বিনামূল্যে অধ্যায়নের সুযোগ এবং শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। যে কারণে দেশে শিক্ষার হার ব্যাপকভাবে বেড়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করলে তারা লেখাপড়ার প্রতি উৎসাহী হয়। সরকারের পাশাপাশি সকল বেসরকারী প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের শিক্ষাক্ষেত্র আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ সময় তিনি বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করার জন্য বিবেকানন্দন শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রসংশা করেন।
সংগঠনের সভাপতি গৌর শংকর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা শ্রীমৎ স্বামী বেদমায়নন্দ, হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকরামূল ওয়াদুদ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন সিলেটের সাধারণ সম্পাদক জহরলাল দাশ প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলার সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের ৯৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মাঝে ২৩ জন পেয়েছে ট্যালেন্টপুল আর ৭২ জন পেয়েছে সাধারণ বৃত্তি। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদেরকে ৭০০ করে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদেরকে ৫০০ করে নগদ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিটি শিক্ষার্থীর হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj