ফখরুল আলম, লিভারপুুল (যুক্তরাজ্যে) প্রতিনিধি:- যুক্তরাজ্যের চেশিয়ার এশিয়ান এন্ড মাইনোরেটি কমিউনিটি কাউন্সিল এর আয়োজনে চেষ্টার সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলার রাজিয়া ডেনিয়েলস কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
চেষ্টারের ইতিহাসে বিগত ৮৫০ বছরের মধ্যে এই প্রথম একজন মাইনোরেটি কমিউনিটির লর্ড মেয়র হিসেবে নির্বাচিত কাউন্সিলার রাজিয়া ডেনিয়েলস। সাউথ আফ্রেরিকার দেশ তানজানিয়ার জ¤œ গ্রহন করলে ও বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। মুসলিম এই নারী দীর্ঘ দিন যাবত কমিউনিটিতে রেখেছেন ব্যাপক অবদান। আর তার এই অবদানকে স্বীকৃতি জানাতে যুক্তরাজ্যের চেশিয়ার এশিয়ান এন্ড মাইনোরেটি কমিউনিটি কাউন্সিল অত্যান্ত জাকজমকপূর্ন আয়োজনের মধ্যে দিয়ে চেষ্টার সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলার রাজিয়া ডেনিয়েলস কে
সংবর্ধনা প্রদান করেছে।
মঙ্গলবার চেষ্টার ইউনিভাসিটির রিভার সাইড ইনোভেশন সেন্টারে ‘এইমিং হাই’ শিরোনামে সেলিব্রেশন অনুষ্টিত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, জাপান, ইরান, ইরাক সহ ২০টি দেশের প্রায় ২শতাধীক বিভিন্ন শ্রেনী পেশার গুনিজনেরা এতে উপস্থিত ছিলেন।
চেশিয়ার এশিয়ান এন্ড মাইনোরেটি কমিউনিটি কাউন্সিল‘ এর চেয়ারপার্সন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুন নুরের সভাপতিত্বে এবং বাজমা এলাহির প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইটহাম এর এমপি প্রীতি পাটেল।
সভায় লর্ড মেয়র কাউন্সিলার রাজিয়া ডেনিয়েলস কে ফুল দিয়ে অভিনন্দন জানান সংগঠনের সদস্য এলিজাবেদ।
সভায় বক্তব্য রাখেন- লর্ড লেফটেল্যান্ট ডেভিড ব্রিগস, স্যার পিটার, রবিন ওয়েনডট, সারিকা, ড. নিকিল কৌশিক প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেষ্টারের কমিউনিটি ব্যক্তিত্ব সামছুদ্দিন আহমেদ এমবিই, বৃটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম এর সিইও মুমিন খাঁন, জিএসসি উইরাল শাখার চেয়ারপার্সন কয়ছর মিয়া, লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম, জিএসসি চেষ্টার এন্ড নর্থ রিজিওনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্টানে বক্তব্যর পাশাপাশি ইংরেজী ও হিন্দি ভায়ায় পরিবেশিত কবিতা আবৃতি শুনে মুগ্ধ অতিতিরা। সবশেষে এক আনন্দঘন নৈশ্যভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশী সহ সব কমিউনিটির মানুষজনকে মুলধারার কাজের সাথে সম্পৃক্ত করার পাশাপাশি বৃটেনে বসবাসকারী সকল শ্রেণী পেশার মানুষের সাথে সেতু বন্ধণ সৃষ্টি করাই সংগঠনের মূল লক্ষ্যে বলে জানান ‘চেশিয়ার এশিয়ান এন্ড মাইনোরেটি কমিউনিটি কাউন্সিল‘ এর চেয়ারপার্সন আব্দুন নুর।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj