স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নিজেদের পরবর্তী প্রজন্মের উন্নতির লক্ষ্যেই আমরা সবাই কাজ করে থাকি। সকলেরই প্রত্যাশা থাকে- তার পরবর্তী প্রজন্ম যেন সুনামের সাথে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে অপরাধ থেকে দূরে রাখতে হবে। সাম্প্রতিককালে মাদকের ছড়াছড়ি তরুণ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে সুনগারিক হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই মাদক থেকে দূরে রাখতে হবে। আর সমাজ থেকে চিরতরে মাদক নির্মুলে সকলকে একযোগে কাজ করতে হবে।
রবিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপদেষ্টার বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, অপরাধী যেই হোক না কেন, সকল অপরাধী আইনের চোখে আইনের চোখে সমান। যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হলেও অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
এ সময় তিনি মাদক নির্মুলে সীমান্ত এলাকায় বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে সমন্বয় করে কাজ করার আহবান জানান।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুুশফিউল আলম আজাদ, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসন ও সকল আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন।
আইন শৃঙ্খলা কমিটির সভায় হবিগঞ্জ পৌর এলাকায় পৌরসভার মাধ্যমে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সম্প্রতি হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj