শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : বাংলা সনের প্রথম দিনটিই পহেলা বৈশাখ, এই দিন আমরা বাংলা নববর্ষ উৎসব পালন করে থাকি। এই দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ উৎসবের সাথে পালিত করা হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকেন। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।
পহেলা বৈশাখের ইতিহাস ,উৎপত্তি,গ্রাম বাংলার উৎসব , কৃষ্টি ও সংস্কৃতি। উৎসবকে কেন্দ্র করে আমাদের নীতি ও নৈতিকতা এর প্রতিফলন। এরই ধারাবাহিকতায় আবারও এসেছে বছর ঘুরে বাংলা নববর্ষ। ১৪ এপ্রিল রোজ শনিবার পহেলা বৈশাখ।
সনাতন ধর্মীয় মতে ১৫ এপ্রিল রোজ রবিবার পহেলা বৈশাখ। আগমনী বাংলা নববর্ষকে বরণ করে নিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সর্বস্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বত্র বিরাজ করছে বৈশাখী আমেজ। দিবসটি উদ্যাপনে বৈশাখী মেলা, গ্রামীণ খেলা, পান্তা-ইলিশের আয়োজন, হালখাতাসহ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বিভিন্ন স্থানে। পৌরশহরে বিপণিবিতানগুলোও সেজেছে উৎসবের আমেজে। পুরনো দিনের গ্লানি মুছে নতুনের আয়োজনে এখন ব্যস্ত সবাই।
এবারের পহেলা বৈশাখ বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাসহ পৌরশহর প্রদক্ষিণ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
সনাতন ধর্মীয় মতে ১৫ এপ্রিল রোজ রবিবার চুনারুঘাট পৌরশহরে বিশাল মেলা অনুষ্ঠিত হবে।
এ মেলায় গ্রামীণ জিনিসপত্রের পসরাসহ বিনোদনের জন্য চরকি, নাগরদোলার আয়োজন করা হয়েছে। ঐতিহ্য মুড়ি-মুড়কি-বাতাসা, দধি সহ বিভিন্ন কসমেটিকস সামগ্রী, রঙ -বেরঙের খেলনা সামগ্রী, চারুকারু, কাঠের তৈরি আবাসপত্র, বাঁশ ও বেতের তৈরি নানান সৌখিন জিনিসপত্র, কৃষি যন্ত্রপাতি, লাঙ্গল, জোয়াল, মই ইত্যাদি। কুমারদের তৈরি মাটির বিভিন্ন ধরনের ব্যবহারের তৈজসপত্র ইত্যাদি। পুরো বৈশাখ মাস জুড়েই চলে এ বৈশাখী গ্রামীণ মেলা। এদিকে বাংলা বর্ষবরণের জন্য বিপণিবিতান গুলোতেও জমছে কেনাকাটার ধুম। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো শোভাযাত্রা, হাডুডু, লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj