স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের মহতী উদ্যোগ বাস্তবায়নে আমাদের সকলকেই যে যার জায়গা থেকে আন্তরিক থাকতে হবে।
তিনি বলেন, আয়াতনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অতিরিক্ত। অত্যন্ত দক্ষতার সাথে এই সমস্যার মোকাবেলা করে স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সরকার। এছাড়া বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করাই বর্তমান সরকারের উদ্দেশ্য।
বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ছিল ১০০ শয্যার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি সেটাকে আড়াইশ’ শয্যায় উন্নীত করেছি। আপনাদের নির্বাচিত প্রতিনধি হিসাবে হবিগঞ্জের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে প্রতিষ্ঠিত করেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ। আগামী দিনে এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসেকরা হবিগঞ্জে অবস্থান করবেন। তখন আর মুর্মুর্ষ রোগীকে ঢাকা-সিলেটে রেফার করা লাগবে না। হবিগঞ্জবাসীকে অসুস্থ হয়ে ঢাকার পথে গিয়ে মৃত্যুবরণ করতে হবে না ইনশাল্লাহ।
আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল ও ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জ্বলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
এর আগে ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা-সবার জন্য, সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তৃা-কর্মচারীবৃন্দ, হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং সর্বস্তরের লোকজন অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj