মনিরুল ইসলাম শামিম বাহুবল থেকে ॥ বাহুবলে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ ঘটনায় ৫ পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে ঠাই হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের তেলিকান্দি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৬টায় তেলিকান্দি গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র আব্দুল কালামের বসতঘরে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে নিমিষেই আগুণের লেলিহান শিখা দাউ দাউ করে ঘরের চতুরদিকে ছড়িয়ে পড়ে। তখন বসতঘরে ঘুমন্ত লোকজন প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হতে পারলেও কোন জিনিসপত্রই রক্ষা করা যায়নি। ক্ষতিগ্রস্ত আব্দুল কালাম জানান, আমরা ঘর থেকে বের হতে না হতেই আমার নিজের বসতঘর এবং আমার নিজের পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা মৃত আইয়ুব আলীর পুত্র দরবেশ আলী, সমুজ আলী, নূর আলী ও আবিদ আলীর বসতঘরও পুড়ে ছাঁই হয়ে যায়। আমরা কেউই ঘর থেকে কোন কিছু বের করতে পারিনি। তিনি আরও জানান, তার নিজের বসতঘর নির্মাণের জন্য সঞ্চিত নগদ ৪ লাখ টাকা, অন্যান্যদের আরও প্রায় ৮ লাখ টাকাসহ সর্বমোট ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
এদিকে ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।
অপর দিকে দুপুর ২টায় দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ। একই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া ক্ষতিগ্রস্ত মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj