স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাটাইয়া-ফরিদপুরের সাড়ে ৫শ’ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সোমবার বিকালে ১ কোটি ৫ লাখ ১১ হাজার ২০০ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৭ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে এই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে গ্রামবাসী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আবু জাহির।
জনসভায় উপস্থিত গ্রামবাসী বিদ্যুতের আলো পাওয়ার আনন্দে উল্লাস প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করার ঘোষণা দেন।
বিদ্যুতায়নের উদ্বোধন শেষে জনসভায় বক্তারা বলেন, আমরা কোনদিন ভাবতেও পারিনি এই প্রত্যন্ত এলাকাটিতে বিদ্যুতের আলো পাব। কিন্তু এডভোকেট মোঃ আবু জাহির এমপি আমাদেরকে এই সুবিধা প্রদান করেছেন। এছাড়া হাওর এলাকার বাসিন্দাদের সকল সুবিধা-অসুবিধায় আমরা তাকে পাশে পাই। এ সময় তারা হাওর এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখাতে এমপি আবু জাহিরের প্রতি অনুরোধ জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার হাওরাঞ্চলবাসীকে উন্নয়নের ধারায় সংযুক্ত করেছে। অন্যান্য সরকার কখনো গ্রামাঞ্চলের লোকজনের খোঁজ খবর নেয়নি। কিন্তু দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আমরা গ্রাম ও শহরের দুরত্ব কমিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন গ্রামে বসেই দেশ-বিদেশে অনেক কাজ মুহূর্তেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এ সময় তিনি হবিগঞ্জ-লাখাইয়ে তার মাধ্যমে ঘটে যাওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে ওই এলাকার রাস্তাঘাট নির্মাণ করে দেয়ার আশ^াস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এমএ মতিন মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল।
আলহাজ¦ মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মুখলেছুর রহমানের পরিচালনায় জনসভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপ, সহ সভাপতি আতাউর রহমান, আব্দুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, অমূল্য রায়, জায়েদ আহমেদ, ফরহাদ তালুকদার, মোঃ শাহিনুর, লোকমান মিয়া স্কুলছাত্র জয়নাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ জয়নাল আবেদীন খান এবং স্বাগত বক্তব্য রাখেন কাটাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুক মিয়া তালুকদার।
বিদ্যুতায়নের উদ্বোধন শেষে জনসভায় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের লোকজন খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় এসে জড়ো হন। পরবর্তীতে বিদ্যালয় পৃথকভাবে এমপি আবু জাহিরকে সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj