শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপেজলার আলোচিত বিউটি হত্যা মামলায় আসামী বাবুল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালের নিমতলায় ‘হবিগঞ্জ নাগরিক’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।এ সময় বক্তব্য রাখেন বাসদ নেতা জুনায়েদ আহমেদ, নাগরিক ফোরাম নেতা কামরুল ইসলাম, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির নেতা পীযুষ চক্রর্বতী, অ্যাডভোকেট মুরালী ধর, ন্যাপ নেতা এমএ মোত্তালিব, বার এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। বক্তারা অবিলম্বে এ মামলায় দ্রুত চার্জশীট প্রদান করে ঘাতক বাবুল মিয়ার ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য,১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে স্কুলছাত্রী বিউটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে এ ঘটনায় ওই দিনই বিউটিকে হত্যার অভিযোগে তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ পরিপ্রেক্ষিতে ২১ মার্চ বাবুলের মা কলম চাঁন ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে পুলিশ। এরপর ৩১ মার্চ সিলেট থেকে প্রধান আসামী বাবুলকে গ্রেফতার করে র্যাব। পরে রবিবার (১ এপ্রিল) আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, এ ঘটনা নিয়ে হবিগঞ্জসহ সারাদেশে আলোচনার ঝড় বইছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj