মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর সৈকতের মাতা শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা, প্রবীন শিক্ষানুবিদ মোছাঃ মেহেরুন্নেছা (৯০) গত মঙ্গলবার রাত ১টা ৫৫ মিনিটে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহ্-িরাজিউন)।
মৃত্যু কালে তিনি পাঁচ পুত্র, দুই কন্যা, পুত্র বধু, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ গত কাল বুধবার বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হাজারো মুসল্লিরা অংশ নেন। জানাযা শেষে শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩বারের মনোনীত মহিলা সদস্য ছিলেন। তিনি হবিগঞ্জ জেলা পরিষদেরও ২বারের সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ হতে এ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক একজন নিয়মিত বিল পরিশোধিত গ্রাহক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
এছাড়াও তিনি শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের নেতৃবৃন্দ, শায়েস্তাগঞ্জ দেশ নাঠ্যগোষ্ঠীর নেতৃবৃন্দ, শায়েস্তাগঞ্জ থিয়েটারের নেতৃবৃন্দ,দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবার, কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ শায়েস্তাগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj