স্টাফ রিপোর্টার ॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জে ৩ শতাধিক বাইসাইকেলের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ফিতা কেটে সামাজিক সংগঠন ‘অভিযাত্রী’র উদ্যোগ বর্ণাঢ্য এই র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরণের আয়োজন যুবক সমাজ মাদকসহ সব ধরণের অপরাধ থেকে দূরে রাখবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে। শিশু-কিশোরেরা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা ধরণের বিনোদন অনুষ্ঠানে আয়োজনের ব্যবস্থা করে দিয়েছে সরকার। এছাড়াও সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে অপরাধ থেকে দূরে থাকছে যুব সমাজ।
বক্তৃতা শেষে তিনি র্যালিতে অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধ বিষয়ক উন্মুক্ত প্রশ্ন করলে শিক্ষার্থীরা স্বতস্ফুতর্ভভাবে উত্তর প্রদান করে।
পরে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক ও পেছনের রোড প্রদক্ষিণ করে। র্যালিতে হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকার অন্তত ৩ শতাধিক বাইসাইকেল নিয়ে যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন, অভিযাত্রীর সভাপতি খালেকুজ্জামান সায়ে, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তুহিন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj