হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন। এতে করে নিরসন হলো দীর্ঘদিন ধরে লেগে থাকা শ্রেণিকক্ষ সংকটসহ নানা সমস্যা।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন।
প্রকৌশলী মাহবুব আলম জানান, পৌনে তিন কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই কাজটি বাস্তবায়ন করছে।
মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীন মোহাম্মদ জানান, কলেজটিতে ছাত্রছাত্রীদের তুলনায় শ্রেণিকক্ষ অত্যন্ত অপ্রতুল ছিল। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের লক্ষ্যে তারা কলেজের পক্ষ থেকে বিষিয়টি এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে অবগত করেন। পরবর্তীতে সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হলো ৪ তলা বিশিষ্ট এই ভবনটি।
কলেজের শিক্ষক সেলিম মিয়া জানান, লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজটি থাকায় অনেক দরিদ্র পরিবারের সন্তানেরা সহজেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে পারছে। এই কলেজটি না থাকলে হবিগঞ্জ শহরে গিয়ে অনেকের পক্ষেই লেখাপড়া করা সম্ভব হতো না। তবে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সংকটে ভুগছিলেন তারা। ভবনটি নির্মিত হওয়ায় যুক্ত হলো ১২টি শ্রেণিকক্ষ। এছাড়া অন্য কক্ষগুলো কলেজের বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করা হবে।
কলেজের একাদশ শেণির শিক্ষার্থী শারমিন আক্তার জানান, এই ভবনটি নির্মাণ হওয়ায় ছাত্রছাত্রীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে উত্তোরণ পাবেন। এতে তারা অত্যন্ত আনন্দিত।
একই শ্রেণির ছাত্র কিবরিয়া আহমেদও আনন্দ প্রকাশ করে জানায়, ভবনটি নির্মাণ হওয়ায় শ্রেণিকক্ষ সংকটের সমাধানসহ বেড়েছে কলেজের সৌন্দর্য্য।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বিগত ৯ বছরে আমি হবিগঞ্জ-লাখাইয়ে ২২টি নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়নের মাধ্যমে আমি হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, কলেজের অধ্যক্ষ দীন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj