স্টাফ রিপোর্টার ॥ শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মালম্বীদের বাসন্তী পূজা ও সংকীর্তন উৎসব পালন নিশ্চিত করতে বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
গতকাল শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার সেকান্দরপুর ও গোগ্রাপুর গ্রামে অনুষ্ঠিত বাসন্তী পূজা ও বসন্ত পুর সংকীর্তন উৎসব পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয় ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে। আমরা সবাই বাঙালি। আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে যার যার ধর্মীয় উৎসব পালন করতে পারে। দূর্গা পূজায় সরকার আর্থিক সহায়তা প্রদান করে। ধর্ম যার যার উৎসব সবার এ কথা সবাই মনে রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী বাংলাদেশ কে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ।
পূজা মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন, কাগপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খান, সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, কাগপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোপিকা রঞ্জন রায় ঝন্টু যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযূষ সুত্রধর , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, ছাত্র লীগ নেতা মহিবুর রহমান, মামুন খান, সাবেক মেম্বার দেবী চাঁদ দাস , নরেন্দ্র দাস, আহাদ আলী, কাগপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনাব আলী, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, কামাল হোসেনসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বীয়ান ও যুবসমাজ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj