স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়াস থেকে শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মার্চ) বেলা ১২টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করে লন্ডনে বাঙালি তরুণদের সমন্বয়ে গঠিত ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের শ্লোগানধারী সংগঠন ‘কুইজে একাত্তর’। এতে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির কুইজের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় স্কুলের পাঁচ শিক্ষার্থী। পুরস্কারে ছিল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং শহীদজায়া জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। শিক্ষার্থীদের উচ্ছাস আর তাৎক্ষণিক কুইজের উত্তর দেয়ার প্রচেষ্ঠা উপস্থিত সবাইকে বিমোহিত করে।
এমপি আবু জাহির বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন আমাদের মহান স্বাধীনতা। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে নানা অপচেষ্টা এখনও চলমান। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা সম্পর্কে জানান দিতে হবে। তিনি মনে করেন কুইজ একাত্তরের এই আয়োজন দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলবে এবং তাদের জানতে দেবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানান, উদ্যোগটির সহযোগী সমন্বয়ক মোঃ বদরুল আলম। দেশব্যাপী কুইজে একাত্তর শিরোনামে উদ্যোগটি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত অবহিত করেন প্রজেক্ট লন্ডন ১৯৭১-এর উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী উজ্জ্বল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম ও সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম।
দেশব্যাপি কুইজে একাত্তর আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ট্রেজার ১৯৭১, হিমু পরিবহন, মুক্তআসর, বাংলাদেশ স্টাডি ট্রাস্ট ও মুক্তিযুদ্ধ-ই-আর্কাইভ।
উল্লেখ্য, গত ০৩মার্চ মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে কুইজে একাত্তর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj