আজিজুল হক নাসিরঃ সমন্বিত কৃষি সেবা জনগনের দোড়গোঁড়ার পৌঁছানোর লক্ষ্যে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে কৃষি তথ্য সেবা মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় শুকদেব পুর সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার হবিগঞ্জ এর উপ-পরিচালক শফিকুল আলম। মেলায় ১২ স্টল স্থাপিত হয়। এর মধ্যে প্রাণী সম্পদ, মৎস, কৃষি, ইক্ষু গবেষণা, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এর স্টল গুলো ছিল উল্লেখ যোগ্য।
উপ-পরিচালক শফিউল আলম মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুনারঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মাদ ফারাবী, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুরে আলম ছিদ্দিকি, উপজেলা কৃষকলীগ সেক্রেটারি মুজিবুর রহমান প্রমূখ।
উপস্থিত ছিলেন, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান , ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রহমান আজাদ, মাস্টার এনামুল হক আরজু, মাস্টার ইউনুস মিয়া আকমাল, মাস্টার সুমন দেবরায় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্য কালে বলেন, বর্তমান সরকার কৃষকের জন্য সব ধরনের সুযোগ সুবিধা একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছে। যে কোনো তথ্য জানতে এখন আর কারো কাছে যেতে হয় না। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই সব তথ্য পাওয়া যায়। বীজ, সার, সহ বিভিন্ন কৃষি উপকরণ বিনা মূল্যে বা স্বল্প মূল্যে সরবরাহ দিচ্ছে। কৃষকদের জন্য কৃষি ঋণের সুবিধা দিয়েছে। তিনি এ আয়োজনে সার্বিক সহযোগীতার জন্য চেয়ারম্যান সনজু চৌধুরীর প্রশংসাও করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj