বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল সার্কেল (বাহুবল-নবীগঞ্জ) নবাগত সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সম্মানে চা চক্র ও ফল ফ্রুটের আয়োজন করেছিল উপজেলার ১৯৮৫ সালে অনুষ্ঠিত মূলধারার ঐতিহ্যবাহি কলম সৈনিকদের সংগঠন “বাহুবল পেসক্লাব”।
শনিবার রাত ৮ টায় উপজেলার হাসপাতাল এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এ চা চক্র অনুষ্টান শুরু হয়। পরে চা চক্রটি জনসভা ও সাংবাদিক-পুলিশ ও জনপ্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয়।
বাহুবল প্রেসক্লাব সভাপতি ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় চা চক্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারা মিয়া, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল মডেল থানার ওসি-তদন্ত দস্তগীর আহম্মদ।
অনুষ্টানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ আনোয়ার আব্দুল্ল। বঙ্গবন্ধুর জন্ম দিনে কবিতা পাঠ করেন প্রবাসী মুক্তিযোদ্ধা সুরুজ্জামান চৌধুরী।
অতিথিদের স্বাগত জানিয়ে আলোচনায় অংশ নেন বাহুবল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও সাপ্তাহিক হবিগঞ্জের সংবাদের সম্পাদক সোহেল আহমদ কুটি।
আলোচনায় অংশ নেন বাহুবল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক আমাদের সময়ের বাহুবল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, দৈনিক আলোকিত বাংলাদেশের হবিগঞ্জ প্রতিনিধি ও বাহুবল প্রেসক্লাব সদস্য মামুন চৌধুরী, দৈনিক সমাচারের নির্বাহী সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ডেইলি ট্রাইব্যুনালের বাহুবল প্রতিনিধি দিদার এলাহী সাজু, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবে সদস্য যোগ দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার বাহুবল প্রতিনিধি বর্তমানে দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি আজিজুল হক সানু, করাঙ্গীনিউজ এর স্টাফ রিপোর্টার টিপু সুলতান জাহাঙ্গীর, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার নুর উদ্দিন সুমন, মো: নুরুল আমিন শাহজাহান, আনোয়ার হোসেন সজল, নায়ারয়ণ চন্দ্র দেব প্রমূখ।
সবশেষে শুরু হয় চা ও ফল আড্ডা। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানের সমাপনি বক্তব্য টানেন ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj