ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ চুনারুঘাটে শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার নৃশংস হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবিতে চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের লস্কর ম্যানশন থেকে উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি চুনারুঘাট পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম বাহারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছারোয়ার আলম আজাদ এবং উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদের যৌথ পরিচালনা সভায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপন, শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার পুত্র উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম বকুল, তাতীলীগ নেতা খন্দকার কবীরসহ উপজেলা যুবলীগের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিট যুবলীগের নেতাকর্মীরা।
এছাড়াও উপজেলা যুবলীগের প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা এতে অংশ নেন। সভায় বক্তারা, শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত খুনি ও গডফাদারদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অচিরেই জড়িতদের গ্রেফতার করা না হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি হাতে নিবেন বলে ঘোষণা দেন।
সভাশেষে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি চুনারুঘাটের বিবেক এবং ন্যায় বিচারক শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার কবর জিয়ারত করেন এবং শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj