এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে এক রাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার ১৪ই মার্চ গভীর রাতে ৭নং নূরপুর ইউনিয়নের নূরপুর গ্রামে।এসময় ১০/১৫ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিন নূরপুর গ্রামের মো:খিরাজ মিয়া সরদারের বাড়িতে গভীর রাতে ১০-১৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল হানা দেয়। এসময় বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ফেলে।পরে আলমারি ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ ও জাল ব্যবসার জন্য ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
জানা যায়,একই রাত্রে একই গ্রামের নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক মো:জলফু মিয়ার বাড়িতে ও গভীর রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল হানা দেয়।বাড়ির প্রধান ফটকের গ্রীলের তালা ভেঙ্গে ডিপ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে জলফু মিয়ার বড় ছেলে মো:জাবেদ মিয়া দরজা ভাঙ্গার শব্দ শুনতে পায় ঐ সময় বাড়ির লোক জনের ডাকচিৎকারে এলাকবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।
এদিকে একই রাতে একই গ্রামের দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো:মুখলিছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj