হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। বছরের শুরুতেই প্রতিটি কোমলমতি শিক্ষার্থীর হাতে বই পৌছে যায়। বইয়ের জন্য আজ কোন ছেলে মেয়ে স্কুল থেকে বাদ পড়ছে না। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সারা দেশে পাঠ্য পুস্তকের পাশাপাশি নতুন বিদ্যালয় ভবন তৈরী করে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটিয়েছেন। তিনি আরো বলেন, লাখাই উপজেলাকে একটি পুর্ণাঙ্গ ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করা হবে। তিনি বলেন, একটি মহল এসব উন্নয়ন দেখে সারা দেশে জ্বালাও পুড়াও শুরু করে নিরীহ মানুষ পুড়ে মারছে। শিক্ষার্থীদের পরিক্ষায় বাঁধা প্রদান করছে। এসব চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। পরে তিনি কালাউক উচ্চ বিদ্যালয়ে ৭০লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের কাজ পর্যবেক্ষণ করেন এবং নিমার্ণ কাজে কোন ধরণের অবহেলার সুযোগ নেই বলে সংশ্লিষ্টদের জানান। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে নগদ আরও ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।
তিনি গতকাল শুক্রবার লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তি ও পুরাতন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি রফিক আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, নুরুজ্জামান মোল্লা, মুক্তিযোদ্ধ জিয়া কলেজের অধ্যক্ষ দ্বীন ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোত্তালেব, প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মালেক প্রমুখ। ফজলে এলাহী মোঃ ফরহাদ এর সভাপত্তিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আমিরুল ইসলাম আলম। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে প্রধান অতিথি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj