মোঃ রহমত আলী ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে ‘ঐক্যের সুরে বাঁধো সাম্যের গান’ এই স্লোগান নিয়ে নবম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা স্থানীয় সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে ৯ মার্চ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ক বিভাগে তুর্য্য ভট্টাচার্য্য প্রথম স্থান, আনিকা তাবাসসুম ¯েœহা দ্বিতীয় স্থান এবং প্রান্তী দাস তৃতীয় স্থান অর্জন করেন। খ বিভাগে অন্তু দেব শুভ প্রথম স্থান, অর্পিতা দাস দ্বিতীয় স্থান এবং জয়শ্রী দাশ পিংকী তৃতীয় স্থান অর্জন করেন। গ বিভাগে বাঁধন চন্দ্র মোদক প্রথম স্থান এবং শিল্পী আক্তার তৃণা দ্বিতীয় স্থান অর্জন করেন।
বিচারকের দায়িত্ব পালন করেন সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সরোজ কান্তি দাস, শিশু একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক রনেন্দ্র ভট্টাচার্য্য এবং জেলা উদীচীর সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সূত্রধর। সঞ্চলনা করেন জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল ফজল , জেলা উদীচী নেতা নারায়ন রায় বাবলু, মাসুদ পারভেজ, খলিলুর রহমান, বৃন্দাবন কলেজ উদীচীর সদস্য ফুয়াদ হাসান, নাহিদ হাসান প্রান্তিক,শাকিরা আক্তার প্রমুখ। বিজয়ী প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে বিভাগীয় পর্যায়ে সিলেটে অংশগ্রহণ করবে। আগামী ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত ঢাকায় নবম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj