স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার আদপাশার বাসিন্দা ও আমেরিকা মিশিগান প্রবাসী সৈয়দ আব্দুল মালিক এর দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় মিশিগান কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
এসময় মরহুমের সহধর্মীনি নাসরীন মালিক চৌধুরী ও একমাত্র কন্যা সন্তান সৈয়দা জেনিফার জেনি পূর্ণা, ফিলিস্তিনী জামাতা সেমি, হবিগঞ্জের বানিয়াচঙ্গ নিবাসী প্রবাসী তুহিন চৌধুরী, প্রবাসী ফয়সল চৌধুরী, প্রবাসী মোঃ রুবেল সহ সংশ্লিস্ট বাঙালী কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার আগে মরহুম সৈয়দ মালিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতেও বিপুল সংখ্যক বাঙালী কমিউনিটিভূক্ত ধর্মপ্রান মুসল্লীগণ অংশ নেন। বলাবাহুল্য, সৈয়দ আব্দুল মালিক মৌলভীবাজার জেলার আদপাশা গ্রামের বাসিন্দা এবং দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনের আপন ভগ্নিপতি ও প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী ও এমপি সায়রা মহসীনের নিকটাত্মীয়। উল্লেখ্য, মরহুমের একমাত্র ওই সন্তানের ইচ্ছেয় তাকে আমেরিকার মিশিগানেই দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj